অস্পর্শিত

শীত (জানুয়ারী ২০১২)

পন্ডিত মাহী
  • ৫৩
  • 0
  • ৩৮
অনেকদিন ঘুমিয়ে ছিলাম।

আমার মরা গাঙে ঢেউ ছিলো না,
আধ-ভেজা খোলা পাড় গুলোয়-
আবছা কোন নাম ছিলো না কখনোই।
পাশের বাতাবি নেবুর গাছটি
কেমন করে যেন ঝুঁকে থাকতো
অবুঝ ভালোবাসায়।
আমি ধলপ্রহর থেকে ইঞ্জিনের
ঘট-ঘট-ঘট শব্দে ঘুম ভেঙে
মাথা তুলি-
হঠাৎই কোন এক অস্পর্শিত হাসিমুখ
সতেজ আবেগে জোড়ানো কুয়াশায়- আসে,
এক সকালে আমার ঘুম ঘুম চোখ ছুঁয়ে,
সাথে নিয়ে একফালি রোদ-
আমায় উষ্ণতায় জড়ায় বুকে।

তাই,
ভেজা সুখ গুলো, হিমেল হাওয়ায় ভর করে
উড়ে যায় মনের অলিন্দে, ডানায়।
আটকে থাকা বাসি রোদ গুলো
আমার রঙ মেশানো মনের দেয়ালে করে ছোটাছুটি।
সব ইচ্ছেরা জেগে ওঠে- স্বপ্ন বোনে প্রবল উত্তাপে।

এবার,
সেই হাসিমুখ আমার ক্লান্ত চুলে
আমার শূন্য বেলায়- একাকী
কোন এক চোরা মনের আদর বোনে ছোয়ায়,
কখনো গোপনে কি এক নাটক জমায়-
আমি তাই স্বপ্ন বুনি চাদরে চাদরে
আমার ভাঙ্গা ঘরে আলো জ্বালি,
পথে পথে চেনা শীতল হাওয়ায়
জ্বালি আগমনীর নিয়ন বাতি।

আমি সেই হাসিমুখের হাত ধরে
নিমেষেই পা ফেলি শিশিরে
আমাদের অচেনা হারানো পথে।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
পন্ডিত মাহী সবাইকে অনেক অনেক ধন্যবাদ ...
ভালো লাগেনি ২৮ জানুয়ারী, ২০১২
ছালেক আহমদ শায়েস্থা সুন্দর েলখার জন্য ধন্যবাদ
ভালো লাগেনি ২২ জানুয়ারী, ২০১২
সেলিনা ইসলাম অলিন্দ শব্দটা খুব ভাল লাগল , সুন্দর কবিতা শুভেচ্ছা ও শুভকামনা
ভালো লাগেনি ২০ জানুয়ারী, ২০১২
মাহমুদুল হাসান ফেরদৌস ভাল লাগল লেখাটি
ভালো লাগেনি ১৬ জানুয়ারী, ২০১২
প্রজ্ঞা মৌসুমী সোনার কাঠি-রূপোর কাঠির ছোঁয়ায় কবিতাও জেগে উঠলো দেখি। উপমা, আবেগ, শব্দের বুনন খুব সুন্দর হয়েছে। 'বাসি রোদ' ভীষণ আনকমন লাগলো আমার কাছে। "বোনে ছোয়ায়" ঠিক বুঝলাম না। শেষে যে অস্পর্শিত হাসিমুখের হাত স্পর্শ করে হারিয়ে গেলো...মনটা ভরে গেলো। দীর্ঘজীবী হউক তাদের পথচলা
ভালো লাগেনি ১৬ জানুয়ারী, ২০১২
সোহেল মাহরুফ অনেক সুন্দর কবিতা। ভীষণ ভাল লাগলো।
ভালো লাগেনি ১১ জানুয়ারী, ২০১২
এফ, আই , জুয়েল # কবিতার শুরু ও শেষের সেতুবন্ধন অনেক মানানসই ।== লেখককে---৫
ভালো লাগেনি ১১ জানুয়ারী, ২০১২
ম্যারিনা নাসরিন সীমা পণ্ডিত জী পণ্ডিতের মতোই হয়েছে আপনার কবিতা তাই অনেক ভাল লাগা জানিয়ে গেলাম ।
ভালো লাগেনি ১১ জানুয়ারী, ২০১২
মনির খলজি কবিতায় পান্ডিত্যের ছোঁয়া লক্ষনীয় .....ভাষা-শৈলী ও তার বিন্যাস অসাধারণ ! "কোন এক চোরা মনের আদর বোনে ছোয়ায়, কখনো গোপনে কি এক নাটক জমায়-" এক অদ্ভুত অনুভুতির ভাবনা সুন্দর লাগলো ...শুভকামনা রইল !
ভালো লাগেনি ১১ জানুয়ারী, ২০১২
জুয়েল দেব হাসিমুখের হাত ধরে পা ফেলে হারিয়ে গেলেন। আমাদের কী হবে ভাইজান? আপনার লেখায় অনেক শুভ্র ফুল ছড়িয়ে গেলাম। আর একটা কথা, এরকম কবিতা নিয়মিত দিলে কিন্তু আমাদের মত নাদান পাবলিকদের খবর আছে।
ভালো লাগেনি ১০ জানুয়ারী, ২০১২

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৬৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪